গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে ও বাংলা কাগজ গ্রামের জেনারেল সেক্রেটারি এবং খান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী কমিউিনিটি নেতা খছরু মোহাম্মদ খানকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনটিস্টটিউট।
বুধবার (২৪ মে) বিকেলে ওসমানী জাদুঘর প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী গবেষণা ইনটিস্টটিউট-এর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ কালাম আজাদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী কমিউনিটি নেতা খছরু মোহাম্মদ খান।
প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক কবি বাছিত ইবনে হবিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার।
রুনা সুলতানা ও মুক্তা পারভীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা কাগজের ইউকে উপদেষ্টা শাহ আখতার হোসেন টুটুল।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের সেক্রেটারি মো. জিয়ার হোসেন খান, গ্রেটার সিলেট ডেঅেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সিলেট চ্যাপ্টারের সহসভাপতি এম এ নাছির সুজা, গীতিকার আনোয়ার উদ্দিন,সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ,আহমদ কবির রিপন, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ প্রমুখ।