সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, খেলাধুলা শুধু শরীর গঠনেই সহায়ক নয় শিক্ষারও অংশ।
বক্তারা আরও বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলা ও শারীরিক শিক্ষার ভূমিকা অনস্বীর্কার্য। তাই আমাদের শিশুদের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজার মিলনায়তনে পুরষ্কার বিতরনপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘস্থায়ী সুখী জীবনের মূল চাবিকাটি শারীরিক শিক্ষা আর খেলাধুলা। এই শিক্ষা প্রাতিষ্ঠানিক শ্রেণীর সাথে সমান অবস্থানে থাকা উচিত। এটি মূলত জীবনের শিক্ষা। শারীরিক শিক্ষা ছাড়া পূর্ণতা আসে না। খেলাধুলার পারদর্শিতার মাধ্যমে নেতৃত্বের বিকাশসহ পুষ্টি, স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় বিষয়গুলোর জ্ঞানদান করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
সহকারি শিক্ষক রিংকু কুমার কর ও মোছা হাবিবা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হোসেন আহমদ রাসেল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।
সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের মানসী রায় ও রায়হান ই জান্নাত রিপা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়টি থেকে ২০২২ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, ষষ্ঠ থেকে দশ শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।