সুনামগঞ্জের জামালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র হিলিপ প্রকল্পের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়নে সুবিধাভোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুকা ভৈমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া।
হিলিপের জেলা সমন্বয়কারি মো. মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,সমবায় কর্মকর্তা লিপি রানী দাস।
সুবিদাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন,হেনা বেগম,আক্কাছ আলী,আবু সাহেদ ও কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন হিলিপ প্রকল্পের কমিউনিটি রিসোর্স ম্যানেজম্যান্ট কোঅর্ডিনেট মো. হারুণ অর রশীদ ও জেলা মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আনোয়ারুল বারী।