‘সাদাকে সাদা আর কালোকে কালো’ বলার প্রত্যয় নিয়ে পথচলা দিরাই প্রেসক্লাবের (একাংশ) গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দিরাইয়ের জালাল সিটি সেন্টারের ভিআইপি কনফারেন্স হলে অভিষেক অনুষ্ঠিত হয়।
দিরাই ক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রামীণ জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ ফিমেইল একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক জামিল চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ জজ কোর্টের এডশিনাল পিপি সোহেল আহমদ ছইল মিয়া।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্যন রাখেন, মৎস্যজীবি লীগের দিরাই পৌর সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, দিরাই থানার অফিসার ওসি তদন্ত আকরাম আলী, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,দৈনিক ইত্তেফাক ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, আমার সংবাদ ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, দি ডেইলি মেসেঞ্জারের জেলা প্রতিনিধি দিপাল ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালমান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান বদরুল, ইফতেখার মো. নাবিল চৌধুরী, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, নির্বাহী সদস্য অশোক তালুকদার ও সুজন মিয়া প্রমুখ।