সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও এবং দোহালিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ঘর মেরামতের জন্য নির্মাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নির্মাণ সামগ্রির মধ্যে রয়েছে ঢেউটিন, বাঁশ, কাঠ ও আরসিসি পিলার।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র উদ্যোগে এবং যুক্তরাজ্য ভিত্তিক মুসলিম চ্যারেটি অর্থায়নে পান্ডারগাঁও ইউনিয়নের গোপী নগর নতুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব নির্মাণ সমগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুসলিম চ্যারেটির বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য রাখেন, ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। ইরার প্রজেক্ট অফিসার ফজলুল করিমের পরিচালনায় অরো বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান, ইউপি সদস্য মোশাহিদ আলী, ইরার মনিটরিং অফিসার মো. ইউছুফ প্রমুখ।
অনুষ্ঠান শেষে গোপী নগর নতুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পান্ডারগাঁও ইউনিয়রে ২৫টি পরিবার এবং দোহালিয় ইউনিয়নের ধোপাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঠে ২৫টি পরিবারের মধ্যে এসব নির্মাণ সামগ্রি বিতরণ করা হয়। এসময় দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম শামীম উপিস্থত ছিলেন।