পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং শেখ হাসিনার অধীনে। সুদখোররা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা যতই দৌড়ঝাঁপ দিক তাদের কথায় কোনো কাজ হবে না। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না।
তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ, ভুল বোঝাবুঝি থাকতে পারে। দেশের মঙ্গলের জন্য নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে এসব সমাধান করতে হবে। বিদেশি বন্ধুদের আমরা সম্মান করি, কিন্তু তাদের কথায় কিছু হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের গরিব দুঃখী মেহনতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতা। তিনি গত ১৫ বছরে দেশের চেহারা পালটে দিয়েছেন। এ দেশে নিম্মআয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প কোনো নেতা নেই।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,
সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনার আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।