বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান বলেছেন, প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নির্মোহভাবে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি বলেন, নির্বাচন বিষয়ক রিপোর্টিং আবাসিক প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো আহ্বান জানান তিনি।
সোমবার (১৩ নভেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) আয়োজিত সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের তিন দিন ব্যাপী ‘নির্বাচন বিষয়ক রিপোর্টিং আবাসিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)’র মহাপরিচালক ড. জাফর ওয়াজেদ।
পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত’র সঞ্চালনা আরও বক্তব্য রাখেন, পিআইবির নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী।
পরে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এরআগে অনুসন্ধানী ও ব্যাখ্যামূলক সাংবাদিকতাসহ সাংবাদিকতার নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন গেহ্লাবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।