সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুলভারচর গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, দুলভারচর গ্রামের শামছুল হক চৌধুরী (৭০), সোহরাব উদ্দিন চৌধুরী(৪০), শিরিন আলম চৌধুরী(৩৮)। এর মধ্যে শামছুল হক চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সোহরাব উদ্দিন ও শিরিন আলম চৌধুরীকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে দুলভারচর গ্রামের সরকারি রাস্তায় হামলার ঘটনা ঘটে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম হাসপাতালে আহতদের ভর্তি ও রেফারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে গ্রামের শিরিন নিজস্ব রাস্তা দিয়ে যেতে একই গ্রামের গুঞ্জর আলীর গ্রæপের আব্দুর রহমানের সুরুজ্জামানকে নিষেধ করেন। এ ঘটনার জের ধরে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শিরিন আলম চৌধুরীর চাচা শামছুল হক চৌধুরী গ্রামের বাজারে যাওয়ার সময় গ্রামরে সরকারি রাস্তায় প্রতিপক্ষের গুঞ্জর আলীর ছেলে সাইফুল, জাকারিয়া, আব্দুর রহমানের সুরুজ্জামান, আব্দুন নুরের ছেলে হাসিম ও মতলিব, মৃত উছমান আলীর ছেলে ছিদ্দেক আলী, মৃত সুন্দর আলীর ছেলে আলম মিয়া শামছুল হক চৌধুরীকে ঘিরে ধরে রামদাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। খবর পেয়ে শামছুল হক চৌধুরীর ভাতিজা সোহরাব উদ্দিন চৌধুরী ও শিরিন আলম চৌধুরী এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে প্রতিপক্ষের লোকজন।
বিশ্বম্ভরপুর থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জনান, ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।