সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের নলজুর নদের ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক পানিতে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল চারটার দিকে কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ট্রাকচালক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের ফারুক মিয়া (৫০) ও চালকের সহকারি সিলেট বিমানবন্দর থানার ধুপাতল এলাকার জাকির আহমদ (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হওয়ার চেষ্টা করলে ব্রিজটি ভেঙ্গে চালক ও তার সহকারিসহ ট্রাক নদীতে পড়ে যায়। এরপর থেকে বেইলি সেতুটি দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।
স্থানীয়রা আরও জানান, ঢাকা থেকে জগন্নাথপুর বাজারের মেসার্স ফাতেমা ট্রেডার্সে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রকটি আসছিল। জগন্নাথপুর বাজারের আসার আগে ইছগাঁও এলাকায় নলজুর নদের ওপর বেইলি ব্রিজ ভেঙে নদে পড়ে যায় ট্রাকটি। পানিতে পড়ে চালক ও তার সহকারি নিখোঁজ হন। স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর তাঁদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালক ও তার সহকারির লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি ব্রিজ পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুটি লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।