সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পরপরই জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুটের নেতৃত্বে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।