গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)’র মৌলভী বাজার চ্যাপ্টারের দ্বি-বার্ষিবক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে শহরের বেঙ্গল কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির মৌলভীবাজার চ্যাপ্টারের সভাপতি ডা. ছদিক আহমদের সভাপতিত্বে সম্মেলনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভী বাজার-হবিগঞ্জ সংরক্ষেত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভী বাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)’র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি খছরু মোহাম্মদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি)’র উপদেষ্টা মুজিবুর রহমান, সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, মৌলভী বাজার জেলা আইনজীবী সমিতির রমা দাস গুপ্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে খছরু মোহাম্মদ খানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন,মামুনুর রশিদ।
সম্মেলনে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম,সুনামগঞ্জ চ্যাপ্টারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সমাজসবক সুলতান খান উপস্থিত ছিলেন।
লোচনা সভা শেষে অ্যাডভোকেট জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্তি দাস গুপ্তকে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট আব্দুল মন্নান এবং প্রভাষক শ্রবাস সূত্রধরকে কমিশনার করা হয়।
নির্বাচন কমিশন ডা. ছাদিক আহমদকে সসভাপতি, সৈয়দ উমেদ আলী শাহিনকে সাধারণ সম্পাদক ও শাহ আব্দুল ওয়াদুদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি খছরু মোহাম্মদ খানের নিকট কমিটি হস্তান্তর করেন। পরে দুই বছর মেয়াদী ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করে ঘোষনা করেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি।