সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, যুব সমাজসহ দেশের জনশক্তিকে সম্পদে রূপান্তরে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করতে হবে। তিনি বলেন, সেই লক্ষ্য নিয়েই আজকের যুব সমজাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারে পাথারিয়া ইউনিয়ন ছাত্র ও যুুব সমাজের উদ্যোগে শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলার উন্নয়নের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর ও উৎপাদন বৃদ্ধি এবং শিশু শিক্ষার প্রসার ও দূর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ মিয়ার সভাপতিত্ব ও যুবলীগ নেতা নাসির উদ্দিনের পরিচালনা সভায় আরও বক্তব্য রাখেন, জাকির হোসেন মোশাররফ, সৈয়দ আহমদ আলী নবী, আবদুল হান্নান, আফজাল হোসেন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, দলাই মিয়া, ছাত্রলীগ নেতা আলীমুর রহমান,ফরহাদ প্রমুখ।