সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল বিদেশী মদসহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হচ্ছে, জেলার শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আলী নুর (৩৪), সুনামগঞ্জ পৌরসভার ধোপাখালী এলাকার মো. ওমর আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৬) ও একই এলাকার মোসলিম আলীর ছেলে মো.আমির আলী (৪২)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিদেশী মদসহ আটককৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ্যাব-৯-এর সিপিসি-৩ এর সদস্যরা সদর উপজেলার ধোপাখালি এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল বিদেশী মদসহ মো. আলী নুর, মো. ফিরোজ মিয়া ও মো. আমির আলীকে আটক করা হয়।
শুক্রবার সুনামগঞ্জ সদর মডেল থানায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত বিদেশী মদ হস্তান্তর করা হয়েছে।