সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র হিলিপ প্রকল্পের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়নে সুবিধাভোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুপুরে কর্মশালা প্রত্যক্ষ করেন এবং প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ লব্ধজ্ঞান কাজে লাগিয়ে জীবনমান উন্নয়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান,এলজিইডির সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান -এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম। সুনামগঞ্জ হিলিপ প্রকল্পের জেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী মো. আল নূর তারেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার সোহেল আহমদ, হিলিপ প্রকল্পের কমিউনিটি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (সিআরএমএস)শঙ্কর চন্দ্র সূত্রধর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন হিলিপ প্রকল্পের কমিউনিটি রিসোর্স ম্যানেজম্যান্ট কোঅর্ডিনেট মো. হারুণ অর রশীদ ও সদর উপজেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর নয়ন কুমার সরকার। প্রশিক্ষণে ১৬ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। এর মধ্যে রয়েছেন তিনটি বিল ব্যবহারকারি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মৎস্যজীবী সংগঠনের সদস্যবৃন্দ।