সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, শিক্ষা ছাড়া মুক্তির কোন পথ নাই। কোন বিকল্প নাই। তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ঠিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীর মিসবাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দুটি পথ রয়েছে। একটি অন্ধকার আর অপরটি হচ্ছে অলোর পথ। তোমরা যদি আলোর পথ অর্থাৎ ভাল দিকটা বেচে নেও তাহলে তোমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। আর যদি তথ্য প্রযুক্তি অন্ধকার দিক বেচে নেও তোমরা অন্ধকারে ডুবে যাবে।
ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসকিরা হক তাজিন ও দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশাফি জয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্যে নূরুল হুদা মুকুট বলেন, মার্চ মাস বাঙ্গালীর ঐতিহ্য ও সংগ্রামের মাস। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সূচিত হয় স্বাধীনতা সংগ্রাম। তিনি বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগে একটি সমৃদ্ধ দেশে পরিণত হতো। মুকুট আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে। এসময় সুনামগঞ্জ সরকারি কলেজের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন নূরুল হুদা মুকুট।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্র লীগের সভাপতি দিপংাকর দে। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শেখ তাবাস্সুম।
অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।