সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি, সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, জেলা আওয়োমী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, মেয়রসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপকারভোগী, স্থানীয় জনসাধারণ।
সুনামগঞ্জের প্রকল্পগুলো হচ্ছে, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান কাম বন্যা আশ্রয় কেন্দ্র, সুনামগঞ্জ পৌর কলেজের ৫তলা প্রশাসনিক কাম একাডেমিক কাম মাল্টিপারপাস ভবন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন, বিভিন্ন উপজেলায় ৭টি মাধ্যমকি বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন, সুনামগঞ্জ ২৫ শয্যা বিশিষ্ট সরকারি শিশু পরিবার (বালিকা) শান্তি নিবাস, দিরাই উপজেলার কালনী নদীর উপর ২১০ মি. পিএসসি গার্ডার ব্রীজ, জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বিশ্বম্ভরপুর, দিরাই এবং জগন্নাথপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম, দোয়ারাবাজার উপজেলার বরইউরি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসা, দুর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ৯টি বন্যা আশ্রয়কেন্দ্র এবং জেলার দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন।