পদযাত্রার নামে সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। শনিবার (২৫ ফেব্রæয়ারি) দুপুরে স্থানীয় ট্রাফিক পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ করে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট চাঁন মিয়া।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ। সভাপতির বক্তব্যে নূরুল হুদা মুকুট বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা বেঁচে থাকলে,মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি বেঁচে থাকবে, আর আওয়ামী লীগ বেঁচে থাকলে বাংলাদেশের উন্নয়ন হবেই। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে ৯ মাসে স্বাধীনতা লাভ করেছি। আজকে পাকিস্তানের অর্থনীতি কি ভঙ্গুর দশা। আমরা তার চেয়ে অনেক এগিয়ে আছি।