সুনামগঞ্জ হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষাণ ও মানুষের জীবনমান উন্নয় সম্পর্কে উদ্বুব্দকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল কমির-এর সভাপেিত্ব অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত মহাপরিচালক ড. মহা: বশিরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন সুকদেব সাহা।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মশিউর রহমানের সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন।
সেনিমারে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশনেন।