সুনামগঞ্জে ১২৭ জন অসহায় দু:স্থদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে চেক বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন, জেলা সমাজকল্যাণ কমিটির সহসভাপতি নূরুর রব চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা শাম্মী,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটনসহ জেলা সমাজকল্যাণ কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে ১২৭ জন অসহায় দু:স্থদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।