শহরের উন্নয়নে নাগরিক সংলাপের গুরুত্ব মাথায় রেখে ‘নাগরিক প্রত্যাশা’ শিরোনামে সুনামগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ আগস্ট) বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অংশগ্রহনকারিরা একটি নাগরিকবান্ধব সুনামগঞ্জ শহর গড়ে তোলার স্বার্থে তাদের প্রত্যাশাগুলো তুলে ধরেন।
এ সংলাপে উপস্থিতি প্রতিনিধিদের মধ্যে ৫ টি দলে ভাগ হয়ে শহরের নিরাপত্তা, নারী, যুব ও শিশু-বান্ধব নগরী, সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক শহর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী, টেকসই অবকাঠামো নির্মাণ ও নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা বিষয়ে নাগরিক প্রত্যাশাগুলো তুলে ধরেন।
প্রথমে নগরের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধানগুলো অংশগ্রহণকারীদের আলোচনার মধ্যে উঠে আসে।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি শাহ আবু নাসের, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হোক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা বিএনপির সহসভাপতি, সেলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহসভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী।
কর্মশালায় কর্মশালা সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান।