সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে হালুয়ারগাঁও এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিক্সার দুইযাত্রী ও বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ও একই সড়কের জানিগাঁও এলাকায় বাস চাপায় পথচারির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, হাদিউল ইসলাম কামালী (৩০) ও নাসির আলম (৩৫)। জানিগাঁও নামক স্থানে এক পথচারী নিহত হন। তবে ওই পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।
নিহত হাদিউল ইসলাম কামালী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও নাসির আলম চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত সিএনজি চালিত অটোরিক্সা সিএনজির চালক জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়া (৪৯)কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই আমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা দেয়। হাদিউল ইসলাম কামালী ও নাসির আলম মারা যান এবং সিএনজি চালক ছইল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে সুনামগঞ্জ থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠায়।
এদিকে, সকালে বাসের ধাক্কায় সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে এক পথচারী নিহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ওই পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।