সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৈয়বুর রহমান বাবুল সভাপতি ও আব্দুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সামছুল হক এ ফলাফল ঘোষণা করেছেন।
সূত্র জানায়, সভাপতি পদে তৈয়বুর রহমান বাবুল ১৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্ব›দ্বী সৈয়দ শামসুল ইসলাম পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল হক পেয়েছেন ১২৭ ভোট এবং তাঁর নিকট প্রতিদ্ব›দ্বী মো. শেরে নূর আলী পেয়েছেন ১২০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল আলম ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্ধ›দ্বী অশোক গোস্বামী পেয়েছেন ১৩২ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্দী অ্যাডভোকেট আব্দুল খালেক পেয়েছেন ১০৩ভোট।
সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট খোরশেদ আলম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্ধ›দ্বী জয়শ্রী দেব পেয়েছেন ১৪৩ ভোট।
বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, সহ সভাপতি পদে নানু মিয়া, গৌরাং পদ দাস। অর্থ সম্পাদক পদে নেছার আহমদ, পাঠাগার সম্পাদক পজিয়াউর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে সাদিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে জয়নাল আবেদীন, বিমান কান্তি দাস, আফিজ মিয়া ও শাহীনুর রহমান শাহীন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক।