স্বাস্থ্যসেবার মনোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন’ এ শ্লোগারনকে সামনে রেখে সুনামগঞ্জে দ’ুদিন ব্যাপী জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থ ওয়াটের সহযোগিতায় শহরের একটি অভিজাত গেস্ট হাউজের মিলনায়তনে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থওয়াচের ফিল্ড অফিসার (ফিল্ড অপারেশন) আসমা আক্তার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, জেলা যুব ফোরামের সেমন্বয়ক মো. ফারুক মিয়া, জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক কনসালটেন্ট নাদিরা খানম ও ইসমত আরা হেনা প্রমুখ।