তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ চারাগাঁও বিওপির জোয়ানরা।
বৃহস্পতিবার (০৬ মার্চ) ভোর ৪ টার দিকে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়স্থ চারাগাঁও বিওপির জোয়ানার অভিযান চালিয়ে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন ৫১২৭টি ভারতীয় শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১২৯৬ মিটার বেøজারের কাপড়, ২০৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড় এবং ৯০০০ পিস স্কীন সানরাইজ ক্রীম জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।