দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. মো. সামছুল হক চৌধুরী।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়পত্র দাখিল করেন তিনি ।
ড. সামছুল হক চৌধুরীর ঘনিষ্ঠ কর্মী মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বার্তাবাহককে জানান,২০১৪ সালে সামছুল হক চৌধুরী সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান।
এরপর বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে এ আসনে উপনির্বচানেও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান সামছুল হক চৌধুরী। এছাড়াও বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চান সাবেক এই ছাত্র লীগ নেতা।
মকবুল আরও জানান, এবার তারা আশাবাদী সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন।
এদিকে, এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। এর পর তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করেন।
অন্যান্যের মধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তার পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ব্যারিস্টার ডাল্টন তালুকদার, তানভীর তুলি প্রমুখ।