কথা ছিল ছবির জন্য ওজন কমাবেন। সেটি করেছেন অপু বিশ্বাস। এখানেই থেমে থাকেননি। নিজেকে একেবারে আমূল পরিবর্তন করেছেন। আর তা দেখে অনেকেরই চিনতে ভিরমি খেতে হচ্ছে।
বন্ধন বিশ্বাসের অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-তে অপু অভিনয় করছেন চা শ্রমিকের ভূমিকায়। এ কারণে নিজের সাজপোশাক তো বটেই, পরিবর্তন এনেছেন চুলের ভাঁজ ও গায়ের রঙেও।
অপু বললেন, ‘ছবিতে আমি এক চা শ্রমিক। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি, যাতে গল্পের সঙ্গে মিলে যাই।’
একই কারণে এর নায়ক নিরবকেও দেখা গেছে ভিন্নভাবে। চুল, পোশাক ও গায়ের রঙে তিনিও এনেছেন ভিন্নতা। তিনি জানান, এই ছবির মাধ্যমে ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অপু বিশ্বাসের বিপরীতে।
‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, সুমিত, নওশাবা, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু, রানা প্রমুখ।
গত ৬ নভেম্বর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে এর দৃশ্যধারণ চলছে।
পরিচালক বন্ধন বিশ্বাস জানান, চা বাগান শ্রমিকদের সুখ-দুঃখ নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’। পুরো কাজ হবে সেখানকার একটি চা বাগানে।
২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’র পাণ্ডুলিপি। ছবিটির অপর প্রযোজক অনুপম কুমার বড়ুয়া। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।
জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে টানা ২০ দিনের শুটিং পরিকল্পনা নিয়েই পুরো ইউনিট ঢাকা ছেড়েছে।