আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে হাওর বেষ্টিত দেশের ৭ জেলার কৃষক প্রতিনিধিদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং টুরিজম বোর্ড ও গ্রামীণ জনকল্যাণ সংসদের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের শুরুতেই হাওর ও জলাভূমি উন্নয়ন ও আমাদের ভালো থাকা একটি প্রবন্ধ উপস্থাপনা করেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আকতারুজ্জামান।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের পারিচালক(প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদুল হাসান, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিত সরকার, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক তালুকদার, বর্তমান চেয়ারম্যান আলী আহমদ।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ জেলার কৃষকদের পক্ষে শেখ বাবুল মিয়া, সিলেট জেলার কৃষকদের পক্ষে এম এ রহিম, হবিগঞ্জ জেলার কৃষকদের জরুল ইসলাম বাবুল, ব্রা²ণবাড়িয়ে জেলার কৃষকদের পক্ষে শামীম আহমদ, কিশোরগঞ্জ জেলার কৃষকদের পক্ষে ইবাদুর রহমান প্রমুখ।
আয়োজক সূত্রে জানাগেছে, উৎসবে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাক্ষ¥বাড়িয়া, কিশোরগঞ্জ,নেত্রকোনা জেলার এক হাজার দুইশত কৃষক ও কৃষক প্রতিনিধি অংশ গ্রহন করেছেন। উৎসবে কৃষক ও কৃষক প্রতিনিধিগণ হাওরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিলেট বিভাগ বনাম ময়মনসিংহ বিভাগের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।