সিলেটের এমসি (মুরারী চাঁদ) কলেজের ছাত্রীবাস থেকে স্মৃতি রাণী দাস নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) সকালে নগরের টিলাগড় এলাকার কলেজের নতুন ছাত্রীবাসের চার তলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, পুলিশ মৃতরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।