সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক সেবদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম আনিসুজ্জামান।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশসন) ডা. আসিফ মাহমুদের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
আরও বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের দায়িত্বে থাকা সিলেটের উপপরিচালক ডা. নিয়াজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও জেলা ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, আক্তারুজজামান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্তসাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহঅীন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, শামছুদ্দিন খান, সিএইচসিপিদের মধ্যে বক্তব্য রাখেন, নিংকন মিয়া ও তাহমিনা বেগম প্রমুখ।
সেমিনারের শুরুতে সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সেবাদান ও বিভিন্ন কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেজ সিংহ মিথুন।
এছাড়াও সেমিনারে অংশনেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কমিউিনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ।