সিলেট-ফেঞ্চুগঞ্জ রোড়ে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রামের সুদীপ দেব ও ছবদলপুর গ্রামের মান্না।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি সাহাবুল ইসলাম বলেন, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেটমুখী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহত অপর ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।