সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন। ইকবাল হোসেন ভোলা জেলার শশীভূষন থানার রসুলপুর গ্রামের মৃত সালাহ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার দিরাই উপজেলার বৃহত্তম বরাম হাওরে ধানকাটার সময় বজ্রপাতে শ্রমিক ইকবাল হোসেনের মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কিছুদিন আগে ভোলা থেকে ইকবাল হোসেনসহ ৪২ জন ধানকাটা শ্রমিক সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামে ধান কাটতে আসেন।
মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলার বরাম হাওরে ইকবালসহ তার সহকর্মী শ্রমিকরা ধান কাটতে যান। হঠাৎ বজ্রপাতে ইকবাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকাল ১০ টার দিকে বরাম হাওরে নিজের ধান ক্ষেত দেখতে যান উপজেলা চন্ডিপুর গ্রামের মাওলানা হাবিবুর রহমান (৫৫)। এসময় তিনি বজ্রপাতে আহত হন। একই সময়ে একই হাওরে ভাঙ্গাডহর গ্রাম এলাকায় ওই গ্রামের ইসমাইল হোসেন(৫০) তার ধান ক্ষেতে গেলে অপর বজ্রপাতে তিনিও আহত হন এবং বেলক ১১ টারদিকে উপজেলার কাদিরপুর গ্রামের পাপিয়া বেগম(২০) ধান শোকানোর খলায় গেলে তিনিও বজ্রপাতে আহত হন।
এরমধ্যে গুরুতর আহত মাওলানা হাবিবুর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইসমাইল ও পাপিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, বজ্রপাতে আহত ৩ জনের মধ্যে মাওলানা হাবিবুর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।