সুনামগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে। সোববার (২৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মাহমুদুল কবীরমুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সোহেলুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. জাকির হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষাণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক পঙ্কজ কান্তি দে,শিক্ষাক মামছুল আলম রাসেল প্রমুখ।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের প্রতিনিধি, সাংবাদিকগণ অংশ নেন।