যুক্তরাজ্যের ওল্ডহামে শহীদ দিবস ও আন্তর্জাতিক শাতৃভাষা দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ওল্ডহামের ফাদেষ্টল রোডের টিআই-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বাহিরে নির্মিত প্রথম শহীদ মিনারের স্বপ্নদ্রষ্টা ও প্রধান উদ্যোক্তা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা সিতু চৌধুরী, নাট্যকার অভিনেতা ও এলসিবি ডিরেক্টর জাবেদ ইকবাল মজুমদার, সুপ্রিম ও টিআই-এর সত্বাধীকারী লেখক সাংবাদিক ম আ মুস্তাক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নাসির খান সুয়েব, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাইকোল্ডহার্স্টের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন তালুকদার, কমিউনিটি ব্যক্তিত্ব মুহিত খান এনাম, কমিউনিটি ব্যক্তিত্ব মুমিন আহমেদ ও মাইকোল্ডহার্ষ্ট এক্টিবিষ্ট মঞ্জুর আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও নতুন প্রজন্মকে নিয়ে সকালে প্রভাতফেরি অনুষ্ঠিত হবে। প্রভাতফেরিটি যুক্তরাজ্যের ওল্ডহামে নির্মিত প্রথম শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ওই শহীদ মিনারে আলোচনা সভাসহ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।