বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাতারগুল ওয়াচ টাওয়ারে ওঠা-নামা বন্ধ


দেশের একমাত্র ‘মিঠাপানির বন’ সিলেটের গোয়ানাইঘাটের রাতারগুলের ওয়াচ টাওয়ারে পর্যটক আরোহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ ওয়াচ টাওয়ারে পর্যটক আরোহণ বন্ধ করে দেয় বন বিভাগ।

এছাড়া পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে টাওয়ারে ওঠার প্রবেশপথও বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক গাইড ও নৌকার মাঝিদেরও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

২০১৪ সালে রাতারগুল জলারবনে বন বিভাগ প্রায় ৯০ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ৫০ ফুট উঁচু ওয়াচ টাওয়ার নির্মাণ করে। পরিবেশবাদীরা ওই ওয়াচ টাওয়ার তৈরিতে আপত্তি জানিয়ে আসছিল।

সিলেট বন বিভাগের সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, মূলত বন বিভাগের লোকজন টাওয়ারে দাঁড়িয়ে পুরো বন দেখার সুবিধার্থে এ টাওয়ার নির্মাণ করে।

পরবর্তী সময়ে পর্যটকরা রাতারগুল দেখার জন্য টাওয়ারে আরোহণ করে এবং আগন্তুকদের জন্য উম্মুুক্ত ছিল। সম্প্রতি টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে টাওয়ারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দর্শনার্থীদের ওঠতে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।


অন্যান্য খবর