সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে। আমরা সবাই মিলে আমদের স্বপ্নের দেশ গড়তে চাই। সবার সাথেই সমান আচরণ করতে হবে। দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সততার কোন বিকল্প নেই। নতুন করে শুরু করতে হবে। আমরা ব্যর্থ হতে চাই না। আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ে কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, বিগত সময়ে তারা শাসক থেকে স¤্রাট, স¤্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের প্রত্যাশা খুব বেশী না। তাদের কথা শুনুন,সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টরকে দূর্নীতিমুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, লুঙ্গি পড়া সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন, তাহলে আমরা সুট টাই পড়া শিক্ষিত, সচেতনরা কেন দেশ দূর্নীতিমুক্ত করতে পারব না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, পাবিলকি প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ ও সুধীজন ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জি,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সঞ্জিত কুমার চন্দ প্রমুখ।