সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেলেন ২৩৭ জন।
এরমধ্যে সিলেট জেলায় ১৭৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
একই সময়ে নতুন করে আরও ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৯৩৭ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৫৪, সুনামগঞ্জে ২ হাজার ৪২০, হবিগঞ্জে ১ হাজার ৮৫৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ১৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। এ নিয়ে সুস্থ রোগী বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫৯২ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৯৯৮, সুনামগঞ্জে ২ হাজার ৩৫৩, হবিগঞ্জে ১৫৪৮, মৌলভীবাজারে ১৬৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।