এসো দেশ বদলাই, পৃথিবী শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে প্রকাশ্যে কৃসি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়।
কৃষি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর-এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বাংলাদেশ ব্যাংকের সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূইঁয়া।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জনতা ব্যাংক সুনামগঞ্জ আঞ্চলিক শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জিত লাল সোম, সোনালী ব্যাংক আঞ্চলিক শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য, ডাচ্ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখা ব্যাবস্থাপক গোলাম আজাদ, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা ব্যাবস্থাপক বুরহান উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫৬ জন ঋণ গ্রহীতা কৃষকদের মধ্যে প্রকাশ্যে ৭১ লাখ এক হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টা সোনালী ব্যাংকের সামন থেকে এক র্যালি রবের হয়ে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।