নতুন বাংলাদেশ গড়তে সুনামগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনা অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, পিটিআই সুপার দিপঙ্কর মোহন্ত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্র রায়, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নূর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহাত হাসান পৌলমী প্রমুখ।
সভায় জানানো হয়, তারুণ্যের উৎসবে পিঠা উৎসব, বাইপড়া, বাউলগান, ধামাইল গান, ফুটবল, বলিবল, ব্যাটমিন্টন, লাঠি খেলাসহ গ্রামীণ ঐতিহ্যবাহি নানান খেলা। এছাড়াও তরুণদের কর্মশালা ও বিতর্ক অনুষ্ঠান।