এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার(২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় সুনামগঞ্জ সদর উপজেলা ইন্ডোর ব্যাডমিন্টন কোর্টে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
এ টুর্নামেন্টে ১৬টি টিম রেজিস্ট্রেশন করেছে। টুর্নামেন্ট চলবে আগামী ২৫ জানুয়ার পর্যন্ত।