সুনামগঞ্জ শহরে মিষ্টির কারখানাগুলোতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং
কমিটি।
বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শহরের বিভিন্ন মিষ্টি কারখানায় অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) সাকিবুর রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটির অভিযানে অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত প্রতিনিধি ফয়সল আহমদ প্রমুখ।
বাজার মনিটরিং কমিটি সূত্রে জানাগেছে, বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শহরের বিভিন্ন মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশ ও মিষ্টিকে পোকা থাকায় দেশ বন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, উত্তম জলযোগকে ১০ হাজার টাকা ও নন্দদুলাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।