সুনামগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
রোববার (২৫ আগস্ট) বিকেলে শহররর পুরাতন জেল রোডে সবজির বাজার, মুদি দোকান, মোরগের বাজার ও মাছ বাজার এলাকায় বিভিন্ন আলু ও পিয়াজে আড়তে অভিযান চালানো হয়।
সুনামগঞ্জ ভোক্তা-অধিকারের সহকারি পরিচালক মো. আল আমিনের নেতৃত্ব এ অভিযানে অংশ নেন সুনামগঞ্জ জেলা ক্যাবের সভাপতি নাসিরুল হক আফিন্দী, সহসভাপতি মো.দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীসহ শিক্ষার্থীরা।
ক্রয় ও বিক্রয় মূল্য না রাখার দায়ে পুরাতন জেল রোডের জয় সত্য এন্টারপ্রাইজকে এক হাজার টাকা ও পাইকারি আলু বিক্রেতা জীবন আলী ষ্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।