সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
ইসলামিক ফাউন্ডেশনের হিসাবরক্ষক মো. নূরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টারট্রেইনার মো. আশরাফ উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আলী প্রমুখ।
সম্মেলনের শুরুতেই কোনআন থেকে তোলাওয়াক করেন ছাতকের নূরপুর বায়তুল হাম্দ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মো. শামছুল হক।
ইমাম সম্মেলনের শেষে একই স্থানে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ক উদ্বুদ্ধকরণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সামাজিক বনায়ণ ও হাসঁ-মোরগ পালনে ৪৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ তিনজন ইমামকে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সেখান থেকে বাছাই করে শ্রেষ্ঠ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পাঠানো হবে। সেই লক্ষ্যে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে। আজকের ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১১০ জন ইমাম অংশ নিয়েছেন।