সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা.জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.ইকবাল হাসান, সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.জসবন্ত ভট্রাচার্য,শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডা.সৈকত দাস,মেডিকেল অফিসার ডা.তারেক জামিল অপু প্রমুখ।
প্রসঙ্গত, আজ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ১২ টি উপজেলা ও ৪টি পৌরসভার ২ হাজার ১৭৮টি কেন্দ্রে ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো নির্ধারন করা হয়েছে।