“কম্পিউটার প্রশিক্ষণ নিব, স্মার্ট বাংলাদেশ গড়ব” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ৬ মাস মেয়াদী মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা সুনামগঞ্জ জেলা মহিলা সংস্থার মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষক বিপ্লব সরকার, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হুসনা হুদা ৬ মাস মেয়াদী মহিলা কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন।
আয়োজক সংস্থা সূত্রে জানাযায়, ৬ মাস মেয়াদী মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণে দুটি ব্যাচ নেয়া হয়েছে। একটি মর্নিং শিফ্ট এবং অপরটি ডে শিফ্ট।