সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবি ও র্যাবের যৌথ াভিযানে রিভলবারসহ মো. আব্দুল সিদ্দিক (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত আব্দুল সিদ্দিক জেলার দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের মে. রু—ম আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে সীমান্তের ১২২৬ নম্বর হতে ৭০০গজ বাংলাদেশ অন্তরে উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ইদুকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে রিভলবারসহ আব্দুল সিদ্দিককে আটক করা হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ভারত সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে বাগানবাড়ি বিওপির সীমান্তের মেইন পিলার (১২২৬ নম্বর) হতে ৭০০গজ বাংলাদেশ অন্তরে উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ইদুকোনা বাজার এলাকায় র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে রিভলবারসহ আব্দুল সিদ্দিককে আটক করা হয়।
বিজিবি আরও অভিযানে সিলেট র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো. ফয়সালের নেতৃত্বে ১৯ জন এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) জেসিও-৯৬৭২ নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিকের নেতৃত্বে ১৪ জন বিজিবি সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছে।