শহিদ বুদ্ধিজীবী দিবসে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শনিববার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিগণ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জি প্রমুখ।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খানের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা গণপুর্ত, জেলা খাদ্য বিভাগ, জেলা আনসার ও ভিডিপি, জেলা শিশু একাডেমি,বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ বিভিন্ন সাংস্কৃতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।