সুনামগঞ্জ পৌরসভায় নাগরিক প্রত্যাশা বিষয়ক এক মতবিনিময় সভা করেছে জেলা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পালের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল হক, সংগঠনের সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, সংগটনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী দেব বাবলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খাদিজা কলি প্রমুখ।
সভাটি সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান।
সভায় পৌর এলাকায় নাগরিকসেবা যেমন, নারী ও শিশু বান্ধব টয়লেট নির্মাণ, পার্ক এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেন তৈরি ও ড্রেন পরিষ্কার নিয়ে আলোচনা করা হয়।