সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবে সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ।
এসময় বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন সদর মডেল থানার একদল পুলিশ। রোববার (০৯ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোড, ডিএস রোড ও সুরমা মার্কেটে এ অভিযান চালানো হয়।
বাজার মনিটরিং কমিটির সূত্র জানায়, অভিযানে ভোক্তা-অধিকার আইনের বিভিন্ন ধারায় মাসুম ট্রেডার্সকে ২ হাজার টাকা, জালালাবাদ বেকারিকে ২ হাজার টাকা, দাস ব্রাদার্সকে ১ হাজার টাকা এবং হৃদি ভোরাইটজ স্টোরকে ৫শত টাকা জরিমানা করা হয়।