মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

বাংলা একাডেমির নয়া ডিজি কবি নূরুল হুদা


প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির নয়া মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১২ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে কবি মুহম্মদ নূরুল হুদাকে।

তিনি এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

জাতিসত্ত্বার কবি হিসেবে পরিচিত নূরুল হুদা সত্তর দশক থেকে বাংলা ভাষার কাব্যসাহিত্যে সদর্পে বিচরণ করে আসছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক।

প্রসঙ্গত, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এরপর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।


অন্যান্য খবর