“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও শিশু কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
শনিবার (০৮ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক শোআযাত্র বের হয়ে জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক রেজাউল আলম আনছারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুনজিত কুমার চন্দ।
ওয়ান স্টপ ক্রাইসিস সেল-এর প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক ফাতেমা বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোসা. মরিয়ম আক্তার, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি নাজনীন বেগম, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, কানিজ সুলতানা,বর্না দাস, রোশনা আক্তার প্রমুখ।